সুনামগঞ্জে জুলাই”২৪ গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ মে) দুপুর ১টায় জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মু রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ,ওয়ারিয়র্স অব জুলাই” এর জেলা কমিটির আহবায়ক মোঃ ফয়ছল আহমদ প্রমুখ। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সাথে একত্রিত হই, প্রতিবারই নতুন করে শক্তি পাই। আপনাদের দেখে আমরা সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও সেদিন রাজপথে নামতে হয়েছিল।
এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা। জুলাই”২৪ গণঅভ্যুত্থানে সুনামগঞ্জে আহত সি ক্যাটাগরিতে ২৩০ জনকে ১ লক্ষ করে মোট ২ কোটি ৩০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।