নালিতাবাড়ীতে মাদ্রাসার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল শনিবার সকালে ওই মাদ্রাসায় এই আয়োজন করা হয়।
তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বত্তব্য রাখেন দৈনিক পৌর জামায়াতের সেক্রেটারি ও প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ সম্পাদক আব্দুল মোমেন, অবসপ্রাপ্ত এন সি ওসস সাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু দাওউদ, মাওলানা মো: রাকিব, মাওলানা আবু সালেহ, শাহিন আহামেদ, মাওলানা তাওহিদুল ইসলাম সোহেল রানা, ব্যবসায়ী জাহিদ হাসান প্রমুখ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমান সাইফির সঞ্চালনায় পরিচালক হাফেজ আব্দুল জলিল, শিক্ষক হাফেজ আনোয়ার হোসেন বর্তমান প্রাতিষ্ঠানিক বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন।
পরে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপন ঘোষণা করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।