নাসির নগরে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে নদীতে গোসল করতে নেমে জনি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের তীরবর্তী নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত জনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের মেরাজ মিয়ার ছেলে।
জানা গেছে , বাবা-মায়ের সঙ্গে জনি খাগালিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকালে খাগালিয়া গ্রামের তীরবর্তী নদীতে গোসল করতে নামে বারো বছরের শিশু জনি ; সেখানে নদীর স্রোতে সে পানিতে তলিয়ে যায়। প্রায় ঘন্টা খানিক খোঁজা খুঁজি করে নদী হতে লাশ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।