নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা


কুড়িগ্রাম প্রতিনিধি: আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিণত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব ও বেরুবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. আজিজুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক গৌরবোজ্জ্বল দিন। তারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি বর্তমান সরকারের ‘শ্রমিক-বান্ধব’ বলে দাবি করা নীতির বাস্তব চিত্র নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন ব্যাপারী।
আয়োজনে উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করেন সবাই।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।