মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন (৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরতর আহত ৫ জন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে রজব আলী (৩৮), জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) ও পিকআপ চালক মুন্সিগঞ্জে জেলার সিরাজদিখান উপজেলার পংশিপুরা গ্রামের মালেক মিয়ার ছেলে রহিম (২১)।
জানা যায়, ঢাকাগামী ট্রাক নাম্বার চট্র মেট্রো ট- ১১-৬৩৩১ এবং পিক-আপ নাম্বার ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১ এর মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন মহিলাসহ ৪ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুলাহ আল মামুন জানান,বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশ উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি এটিএম মাহমুদুল হক জানান, নিহতরা পিকআপে করে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে বানিয়াচংয়ের গ্রামের বাড়িতে যাওয়ার সময় বাখরনগরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।