দুর্গাপুরে নানা আয়োজনে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উদযাপন


রাজেশ গৌড় দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উদযাপন হয়েছে। শনিবার কর্মসূচির মধ্যে ছিলো প্রত্যুষে মঙ্গলারতি ও দেশের শান্তি কামনায় প্রার্থনা, পূজা পাঠ, পুষ্পাঞ্জলী প্রদান, গীতা পাঠ, ভজনা সঙ্গীত, দুপুরে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ। সন্ধ্যায় প্রার্থনা ও সন্ধ্যা আরতী। আলোচনা সভায় রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী কাশিকানন্দ এর সভাপতিত্বে শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী নিয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র পন্ডিত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, শিক্ষাবিদ স্বপন সান্যাল, দশভূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ পত্রনবীশ, শিক্ষার্থী অন্তর হাজং।
আলোচনায় তারা বলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এক অনন্যসাধারণ দার্শনিক ও ধর্মগুরু। হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা এই মহান ব্যক্তিত্ব আধুনিক ভক্ত সমাজে ঈশ্বরের অবতার হিসেবে পূজিত হন। শ্রী শ্রী ঠাকুর জীবদ্দশায় যে বাণী প্রচার করে গিয়েছেন তা সার্বজনীন এবং অমূল্য। রামকৃষ্ণ দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন বিশ্ব মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি। রামকৃষ্ণ দেবের অমৃতবাণী আমাদের জীবনপথে আলোকবর্তিকা স্বরূপ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।