বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচির সেন ভাঙ্গাবাড়ীতে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী (সূত্রধরপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীযুক্তবাবু মহাদেব চন্দ্র সূত্রধর ও সুদেব চন্দ্র সূত্রধরের বহির্বাটীতে অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন। অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির বাঞ্চারাম সূত্রধর বলেন ১ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ৩টি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন।এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন বগুড়ার সারিয়াকান্দির শ্রী বিশ্বনাথ হাওলাদার, নওগাঁ মহাদেবপুরের শ্রীমতি শ্রুতি রাণী মহন্ত (লিপি) বগুড়ার আদমদীঘির শ্রীমতি অনিমা রাণী পাঁখি। এবার এ অনুষ্ঠানে প্রায় ২ হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন  অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক,জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়