শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

সংবাদের আলো ডেস্ক: মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় রীনা আক্তার (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ওমর ফারুককে (৩০) আটক করেছে পুলিশ। রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি থানার ভেলুয়ার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলি জোন) মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন। রোববার রাতে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা দাবি করেন তিনি। এ সময় রীনা আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাথাড়ি কোপায় ছেলে ওমর ফারুক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওমর ফারুককে আটক করে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়