মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরকে সমর্থন দিলেন জাতীয় পার্টি

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান ফকির  কে সমর্থন দিলেন উপজেলা জাতীয় পার্টি। রবিবার (২৮ এপ্রিল) সকালে বেলকুচি প্রেসক্লাবে সংবাদ সম্মেলেন মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ সমর্থন জানান।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর হীরার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফজলুল হক, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, আলম ফকির প্রমুখ।

এরপর প্রেসক্লাব ও চালা এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে গনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির। গনসংযোগ শেষে এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে বেলকুচি উপজেলাকে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা ও তাঁত শিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাকে গুরুত্ব দিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়