মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার আগে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, উপস্থিত ভাইবোন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে আপনাদের কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, একই সঙ্গে আমার মায়ের কথায়, তার ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকলে, তার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। তাকে মাফ করে দেবেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।