বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা
সংবাদের আলো ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই শোকবই খোলা হয়।
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকবইয়ে স্বাক্ষরও করেন।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বেলা ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের এই কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করেন। তবে ৩টা ১৫ মিনিটের দিকে কার্যালয় ছেড়ে যাওয়ায় তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।
সুইডেন, নেদারল্যান্ডস ও ইরান দূতাবাসের প্রতিনিধিরাও শোকবইয়ে স্বাক্ষর করেছেন।
শোকবইয়ে স্বাক্ষরের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়েছে, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ এতে সই করতে পারবে। আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।
এছাড়া, আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুলশান কার্যালয়ে এই শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি চলবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।