সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

সংবাদের আলো ডেস্ক: চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান ও ১ ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করে বেলা ১১টার পর সেখান থেকে বের হয়ে যান।

এর আগে, রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে তিনি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। এর ১০ মিনিট পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু হাসপাতালে যান। এ ছাড়া একইদিন হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়