শেখ হাসিনার ফাঁসির রায়ে আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ, গণ সিজদাহ
সংবাদের আলো ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামারের ফাঁসির রায় ঘোষণার পরপরই রাজধানীজুড়ে আনন্দ উল্লাস, মিষ্টি বিতরণ ও গণ সিজদাহ কর্মসূচি পালন করেছেন সাধারণ ছাত্র-জনতা। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণা করেন।
রায়ের খবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে সাধারণ জনতা উল্লাসে ফেঁটে পড়েন। এ সময় তারা স্লোগান দেন- “এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো” এবং “দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে”।
আনন্দ প্রকাশ করতে দেখা যায় গণঅধিকার পরিষদ, জুলাই মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরও। এ সময় জনতার মধ্যে মিষ্টি বিতরণও করতে দেখা যায়। বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজেদের সন্তুষ্টির কথা জানান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
এদিকে, রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উল্লাসে ফেটে পড়েন ছাত্র-জনতা। রায়ে খুশি হয়ে করা হয় মিষ্টি বিতরণ। এ সময়- ‘এ মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’- স্লোগান দিতে থাকেন ছাত্র-জনতা।
এর আগে সোমবার দুপুরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে ডাকসু। টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় এ রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো শুরু হয়। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
এদিকে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আনন্দ উল্লাস করেছেন ছাত্র-জনতা। রায় ঘোষণার খবর ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকায় শুরু হয় উল্লাস। আনন্দমিছিল নিয়ে স্লোগান দেন ছাত্র-জনতা। তাদের মুখে শোনা যায়— ‘লীগ ধর, জেলে ভর’, ‘এ মুহূর্তে খবর এলো— খুনি হাসিনার ফাঁসি হলো।’
এর আগে রায় ঘোষণার দিন সকাল থেকেই ধানমন্ডি ৩২ এ টানটান উত্তেজনা বিরাজ করছিল। কয়েক দফা মুখোমুখি অবস্থান নেয় ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষ, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়।
অপরদিকে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশের খবরে গণ সিজদাহ্ দিয়েছে ‘মঞ্চ ২৪’। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর হাই কোর্টের মাজার গেটের পাশে এই গণ সিজদাহ দেওয়া হয়।
গণ সিজদাহ্ পর মোনাজাতে মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘আল্লাহ আরশের মালিক, রহমতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। এখানে দাঁড়িয়ে আছে যারা, আল্লাহ—যারা ঘুম ছিল, যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে। শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান্নামের আজাব দিয়ে দিও, আল্লাহ।’
মোনাজাতে তিনি আরও বলেন, ‘আল্লাহ, যাদেরকে এই মাটিতে আলেমদের নির্যাতন করা হয়েছে, পশুর মতো তাদের জবাই করা হয়েছে। আল্লাহ তুমি দেখেছো। দিন শেষে তুমি আমাদের বিজয় দিয়েছো। এখনো যারা অপরাধী আছে, আল্লাহ—এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। আল্লাহ, এই মাটিতে জুলাইয়ের বিচার যেন নিশ্চিত করতে পারি, সেই তৌফিক দান করো। এই মাটিতে যেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হয়। পৃথিবীর কেউ যেন আমাদের এই রাষ্ট্রের এক ফোটা দখল নিতে না পারে।’
রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।