সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে নরওয়ে

সংবাদের আলো ডেস্ক: বিশ্বকাপের টিকিট পেতে হলে নরওয়েকে নয় গোলের ব্যবধানে হারাতে হতো ইতালির। তবে ঘরের মাঠে উল্টো বিশাল ব্যবধানে হেরে যায় গাত্তুসোর দল। এদিকে ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নরওয়ে।

সান সিরোতে রবিবার (১৬ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান হলান্ড। বাকি দুইটি গোল আসে নুসা এবং লারসেনের পা থেকে।

সান সিরোতে শুরুটা ভালোই করেছিলো ইতালি। ১১তম মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। বাঁ-দিক থেকে ডি মার্কোর পাস থেকে বল পেয়ে তা জালে জড়ান। প্রথম হাফে আর কোনো গোল করতে পারেনি দুই দলই।

দ্বিতীয় হাফে চলে নরওয়ে শো। ম্যাচের ৬৩তম মিনিটে নুসা নরওয়ের হয়ে সমতা ফেরান। এরপর এক মিনিটের মধ্যে দুই গোল করেন হলান্ড। ৭৮তম মিনিটে ববের ক্রস থেকে অসাধারণ এক গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। তার পরের মিনিটেই থার্সবির থ্রু বল থেকে আবারও গোল করেন হলান্ড। বাছাইপর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন হলান্ড। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইতালির কফিনে শেষ পেরেকটি ঢোকান লারসেন। তাতেই নরওয়ের বড় জয়ের পাশাপাশি ২৮ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়।

আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালিকে খেলতে হবে প্লে-অফে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলতে পারার ঝুঁকিতে এখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়