বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পাঁচ শ্রমিক সংগঠনের পৃথক আয়োজন

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যবস্থাপনায় র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন, রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (শ্রমিক শাখা) এবং বাংলাদেশ কুলি মজদুর ইউনিয়ন, নাগরপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১ মে) সকালে সংগঠনগুলো নিজ নিজ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করে। পরে তারা পৃথকভাবে আলোচনা সভা ও কর্মসূচি পালন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস কেবল স্মরণ করার দিন নয়, এটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

সভাগুলোতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ ও সমাজসেবক মোহাম্মদ মামুন খান, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, রিকশা-ইজিবাইক শ্রমিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুর রহমান জুয়েল, শ্রমিক নেতা নুরুজ্জামান, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আখতারুজ্জামান পলাশ, শ্রমিক নেতা মোঃ লভ লুমিয়া, শ্রমিক নেতা মোহাম্মদ আলমগীর হোসেন,  শ্রমিক নেতা মোঃ কামরুল ইসলাম, মোহাম্মদ আরাফাত, মোঃ শফিকুল ইসলাম শফিক, রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ পলান মিয়া সহ-সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, ইসলামী আন্দোলনের সভাপতি মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, কুলি মজদুর ইউনিয়নের আব্দুল মান্নান সরদার ও সহকারী সরদার রিপন মিয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা আয়োজনগুলোতে উপস্থিত থেকে সংবাদ কাভার করেন এবং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

প্রতিটি সংগঠন নিজস্ব পরিসরে দোয়া মাহফিল, খাবার বিতরণ এবং শ্রমিকদের অধিকার সংক্রান্ত আলোচনার মাধ্যমে দিবসটি শ্রদ্ধার সাথে পালন করে। স্থানীয়ভাবে এসব উদ্যোগ শ্রমজীবী মানুষের মধ্যে সচেতনতা ও প্রেরণা জুগিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়