বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি

কুড়িগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই আয়োজনটি করা হয়। র‍্যালিটি ইউনিয়নের উপজেলা বাসস্ট্যান্ডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং পুনরায় কার্যালয়ে এসে এক পথসভায় মিলিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা প্রভাষক নুর মোহাম্মদ আল আমিন। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. আলম, সাংগঠনিক সম্পাদক সোলেমান আলী, সহ-সভাপতি মো. কাশেম, কার্যকরী সদস্য রফিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা “শ্রমিকদের ন্যায্য মজুরি চাই”, “শ্রমের মর্যাদা নিশ্চিত করো”, “সুস্থ কর্মপরিবেশের দাবি মানতে হবে”—এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শহরজুড়ে শ্রমিকদের অধিকারের দাবি তুলে ধরেন। এতে করে শহরের সাধারণ মানুষের মধ্যেও শ্রমজীবী শ্রেণির প্রতি সহানুভূতি ও সচেতনতা সৃষ্টি হয়। পথসভায় কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “শ্রমিকেরা দেশ গঠনের অন্যতম ভিত্তি। অথচ তারা এখনও উপেক্ষিত, অবহেলিত। শ্রমিকের ঘামে যে অর্থনীতি সচল, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আজকের দিনের প্রধান দাবি।” অন্যন্য বক্তারা শ্রমিকদের জন্য নির্দিষ্ট ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা ও বাসস্থানের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

র‍্যালিটি শহরের সর্বস্তরের মানুষের দৃষ্টি কাড়ে এবং শ্রমিক দিবস উপলক্ষে নাগেশ্বরী উপজেলায় একটি উৎসবমুখর ও সচেতনতার আবহ সৃষ্টি করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়