সলঙ্গায় মৎস্য আড়ৎদার সমবায় সমিতির কমিটি গঠন,সভাপতি ফজলার সম্পাদক নূরুল
মোঃ আখতার হোসেন হিরন: উত্তর বঙ্গের সর্ব বৃহৎ সিরাজগঞ্জের সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎদার সমবায় লিঃ এর ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।গতকাল সলঙ্গার কুতুবেরচর মৎস্য আড়ৎদার সমিতির অফিসে সংগঠনের সকল সদস্যদের নিয়ে সাধারন সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি ও উপস্থিত সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো: ফজলার রহমানকে সভাপতি, বজলার রহমানকে সহসভাপতি ও মোঃ নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আল আমিন কে কোষাধ্যক্ষ করে মোট ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মুকুল হোসেন ও আব্দুল হান্নানকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।