সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ত্রিশালে এমপি পদে লড়ছেন ভিক্ষুক মুনসুর ফকির!

সংবাদের আলো ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় এসেছেন আব্দুল মুনসুর ফকির। পেশায় একজন ভিক্ষুক হয়েও সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নামার এই ঘটনাটি পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে।

আব্দুল মুনসুর ফকির ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ী বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে পরিচিত হলেও তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অনেক পুরনো। এটিই তার প্রথম নির্বাচনে অংশগ্রহণ নয়। এর আগেও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এবার সরাসরি জাতীয় নির্বাচনের ময়দানে নামায় তাকে নিয়ে এলাকায় রীতিমতো আলোচনার ঝড় উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল মুনসুর ফকির সাংবাদিকদের জানান, জনসেবার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, “আমি যদি এমপি হিসেবে জয়ী হতে পারি, তবে এলাকার রাস্তাঘাট ও মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন করবো। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ আমার পাশে থাকবে।”

একজন বিক্ষুকের এমন সাহসী পদক্ষেপে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ কেউ একে চমক হিসেবেই মনে করছেন। তবে ভোটযুদ্ধে শেষ পর্যন্ত তিনি কতটুকু প্রভাব ফেলতে পারেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়