আটঘরিয়ায় মানবতার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার জাওয়াদ পল্লীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মানবতার কর্মী সম্মেলন। আটঘরিয়া ফুড ভিলেজের স্বত্বাধিকারী সমাজসেবক মহিদুল ইসলামের আমন্ত্রণে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন অঞ্চলসহ দেশের নানা প্রান্ত থেকে দুই শতাধিক সমাজকর্মী অংশগ্রহণ করেন। মানবিক কর্মকাণ্ডে সুপরিচিত ব্যক্তিত্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সুমন নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম।
এ ছাড়া সিরাজগঞ্জ থেকে রফিকুল ইসলাম মানিক চিত্রপুরী, সামাজিক সংগঠক মামুন বিশ্বাস, শাহবাজ খান সানি, পাবনার মিরাজ আফ্রিদি, চলনবিলের বাবুল আক্তার, জিহাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট সমাজকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, আটঘরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার মায়া, আটঘরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আশরাফ আলীসহ শিক্ষা, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বীর শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
দুপুরে মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। এ সময় সমাজসেবায় অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং আয়োজন করা হয় র্যাফেল ড্র। মানবতার কর্মী সম্মেলনে উপস্থিত সকলে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করতে একাত্মতা প্রকাশ করেন। একই সঙ্গে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সংঘবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।