শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দিপু হত্যার প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী শ্রী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোসহ সংখ্যালঘুদের উপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার লতিফপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রবিন্দ্রনাথ সিদ্ধা সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈরে উপজেলা শাখার সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সহ- সভাপতি ডা. প্রনব কুমার দাস, যুগ্ম সম্পাদক মন্তুষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রুপচান মন্ডল, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক সুমন সাহা, সদস্য ঈশ্বর চন্দ্র বর্মন, নকুল বিহারী বর্মন, সুবল চন্দ্র মনিদাস, অভিরাম বনিক, নিত্য রন্জন সরকার, রতন সরকার, পলাশ সরকার, সমীর সরকার প্রমুখ।

বক্তারা জানান, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী শ্রী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়ানো হয়েছে। আবার চট্টগ্রামের রাউজানের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে । অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। গুজব ছড়িয়ে একজন নিরপরাধ সনাতনীকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারনেই সংখ্যালঘু সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছি।আমরা এদেশের নাগরিক, আমরা স্বাধীন ভাবে বাচঁতে চাই। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়