ধানের শীষের পক্ষে গণসংযোগ করলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২নং জামনগর ইউনিয়নের কৈপুকুরিয়া গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেন।
গণসংযোগকালে তিনি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু,এবং বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণসংযোগে অংশ নেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।