শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চরবেড়া কবরস্থানের সৌন্দর্য বাড়াতে ফুলের গাছ রোপণ

আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় চরবেড়া কবরস্থানের ভিতর রাস্তার দুই ধারে সৌন্দর্য বাড়াতে ফুলের গাছ রোপণ করা হয়েছে। গতকাল সকালে কবরস্থান উন্নয়ন কমিটির উদ্যোগে অত্র গ্রামের যুব সমাজের অর্থায়নে আখেরি বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধি করতে রাস্তার দুই ধারে শতাধিক ফুলের গাছ রোপণ করা হয়েছে।

অত্র গ্রামের নবিন প্রবিনদের সাথে নিয়ে ফুলের গাছ রোপণ করেন অত্র কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি শামসুল আলম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সলঙ্গা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন মোল্লা, আব্দুর রহিম প্রামাণিক। আখেরি বাড়ির আঙিনায় ফুলের গাছ রোপণ করতে পেরে সব বয়সী মানুষই আনন্দিত। উপস্থিত দর্শনার্থীরা বলেন, কবরস্থান প্রাঙ্গনে ফুলের বাগান থাকলে অনেক ভালো লাগে। এতে আখেরি বাড়ির সৌন্দর্য বাড়ে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়