মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চিলমারীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আবু সাঈদ হোসেন পাখির থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকায় তার বাস ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এসময় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের  কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহব্বায়ক লুৎফুল কবির লিপটন, উপজেলা মৎসজীবি দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ  সরকারের  আমলে বেগম খালেদা জিয়াকে অবৈধ ভাবে জেল,জুলুম সহ নানান নির্যাতন সহ্য করেছে। সে সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হলেও তৎকালীন  সরকার তাকে সু-চিকিৎসা করার ব্যবস্থা না করে উল্টো তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে বাধা প্রদান করেছে। আমরা শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীর শাস্তির দাবি জানাই। পরে দোয়া ও তবারক বিতরন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়