ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা; তবে পদত্যাগ কবে— উত্তর দেননি
সংবাদের আলো ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইতোমধ্যে তিনি তার কূটনৈতিক পাসপোর্টটিও জমা দিয়ে দিয়েছেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে তার ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে, কখন তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে নিয়ে মুখ খোলেননি।
যদিও একাধিক সাংবাদিক জানতে চেয়েছিলেন, আসিফ মাহমুদ পদত্যাগ কখন করছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এবং কোন আসন ও দল থেকে নির্বাচন করবেন?
সরকারে থাকা এই ছাত্র উপদেষ্টা জবাব দেন, তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত। তবে কোন আসন ও দল থেকে ভোট করবেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে তিনি জানাবেন। আর পদত্যাগের বিষয়ে সরকারের প্রেস উইং থেকে জানানো হবে।
তার মতে, সবকিছু ২-৩ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল, বিএনপিতে যোগ দিয়ে নাকি এনসিপি থেকে ঢাকা-১০ আসনে ভোট করবেন তিনি।
তার কথায় ফুটে ওঠে, বিএনপিতে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি প্রশ্নের উত্তরে বলেন, আমি যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।
আর দলে যোগদানের বিষয়ে এনসিপি থেকে যোগাযোগ করা হয়েছিল বলে জানান তিনি।
সরাসরি না বললেও আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হবেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরের আগে আসিফ মাহমুদ তার দায়িত্ব পালন করা মন্ত্রণালয় কী কী কাজ করেছে তা লিখিত বক্তব্যে তুলে ধরেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।