বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনু-হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

সংবাদের আলো ডেস্ক: জুলাই আগস্টে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ ও একই অভিযোগে পৃথক আরেক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ পেশ হবে।

এর মধ্যে গত ২৫ নভেম্বর হানিফের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্যে মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরার পাশাপাশি সাক্ষীর তালিকা, অডিও-ভিডিও, পত্রপত্রিকার তথ্যপ্রমাণের বিবরণ দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। 

হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

এ মামলায় মোট সাক্ষী ৩৮ জন। এর মধ্যে শহীদ পরিবারের ৮, প্রত্যক্ষদর্শী ৮, আহত ৮, আন্দোলনে অংশগ্রহণকারী ৬, পুলিশ ১, সাংবাদিক ১, জব্দতালিকা ২, বিশেষজ্ঞ ২, বিশেষ তদন্ত কর্মকর্তা ১ ও মূল তদন্ত কর্মকর্তা ১ জন রয়েছেন। 

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। তাদের গুলিতে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এর পরিপ্রেক্ষিতে এই চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। এছাড়া কুষ্টিয়ায় ছয় হত্যার ঘটনাসহ আরও সাতটি অভিযোগ আনা হয় ইনুর বিরুদ্ধে।

অপরদিকে ট্রাইব্যুনাল-২ এ চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষী দেয়ার কথা রয়েছে আজ। 

পাশাপাশি শেখ হাসিনার মামলার রায়ের পর বিএনপি নেতা ফজলুর রহমানের আদালত অবমাননার অভিযোগের শুনানি রয়েছে আজ। যদিও তিনি ট্রাইব্যুনালে লিখিতভাবে এর আগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এদিকে জুলাই হত্যা মামলায় আনিসুল হক, দিপু মনি, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদারসহ আওয়ামী লীগের ১৮ জন সাবেক মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়