সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে ইঞ্জিন থেকে প্রাইভেটকারে আগুন

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা আর্মি ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উত্তরা দিকে যাওয়ার পথে গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, কুর্মিটোলা ফায়ার স্টেশন ১০টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যায়। সেখানে একটি প্রাইভেট কারে লাগা আগুন নিয়ন্ত্রণ করে।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, উত্তরার দিকে যাওয়া একটি প্রাইভেটকারের ইঞ্জিনের ধোয়া উঠতে থাকলে মালিক নিজেই গাড়িতে সাইড করে নামেন এবং সেখানে পুলিশও উপস্থিত ছিল। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়