রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

সংবাদের আলো ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এসময় শেরিং টোবগেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

এসময় কিছুক্ষণ কথা বলেন দুই নেতা। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, তিন দিনের সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং টোবগে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়