রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

সংবাদের আলো ডেস্ক: দেশে রাষ্ট্রীয়ভাবে গুম-খুন না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। সন্ত্রাস-অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এ কারণেই যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে— এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, গতকাল ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন মারা গেছে। বিগত সরকার জনগণের নিরাপত্তার ব্যবস্থা করেনি। আওয়ামী লীগের আমলে রাজউকের পক্ষ থেকে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি দেয়া হয়েছিল। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।

এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়