শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসলামের ইতিহাস সমুন্নত রাখতে মাদরাসায় নারী শিক্ষার ওপর জোর দিতে আহ্বান

সংবাদের আলো ডেস্ক: নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ইসলামের ইতিহাস সমুন্নত রাখতে মাদরাসায় নারী শিক্ষা সম্প্রসারণের ওপর জোর দেয়া দরকার।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিবরাস ফাউন্ডেশনের আয়োজনে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র-ছাত্রীকে পুরষ্কৃত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী মাদরাসা শিক্ষা বিস্তৃত করার যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে। এসময় মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে বলেও আশাব্যক্ত করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়