শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিছু দল আন্দোলনের মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, তার আগে নয়। কিছু দল আন্দোলন-ঘেরাও কর্মসূচির মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। তারা ঐকমত্যের জন্য দলগুলোকে সাতদিন সময় দিয়েছেন। কিন্তু রাজনৈতিকদল তো হাতের খেলনার মতো নয়। ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে। আর ঐকমত্য না হওয়া বিষয়গুলো পরবর্তী পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারা তা না করে পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় এই সরকার ব্যর্থ হবে। সেক্ষেত্রে জনগণের কাছে সরকারকে জবাবদিহিতা করতে হবে।

এ সময় যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়