মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিসিএস পরীক্ষার্থীদের জন্য দেওয়া বাসে ছাত্রশিবিরের স্টিকার, এটি উচিত হয়নি বলছে প্রশাসন

মো: শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য দেওয়া বাসে দেখা যায় ছাত্রশিবিরের স্টিকার। এতেই শুরু হয় আলোচনা-সমালোচনা। 

জানা যায়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ঢাকামূখী ৬ টি বাসের  ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে বাস সম্পর্কিত তথ্য জানানো হয়। 

বিশেষ বিসিএস পরীক্ষার কেন্দ্র ঢাকায় হওয়ায় শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর প্রথমে স্মারকলিপি দিয়েছিল শাখা ছাত্রদল এবং পরবর্তীতে আবেদন করেছিল শাখা ছাত্রশিবির। এতে প্রশাসনের পৃষ্ঠপোষকতার পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির। 

শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে এবং যাত্রাকে নিরাপদ করতে পরিবহন পুল থেকে দেওয়া বিশ্ববিদ্যালয়ের বাসে `সার্বিক সহযোগিতায় জাককানইবি শাখা ছাত্রশিবির ‘ নামক লেখা লক্ষ্য করা যায়। এটাকে কেন্দ্র করে ইতোমধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন, `মূলত প্রশাসনই এই পরিবহন সেবাটা নিশ্চিত করেছে। আমরা সহযোগিতা করেছি শুধুমাত্র। আবেদন জমা দেওয়ার পরে ছাত্রদলের ভাইয়েরা আর কোন সহযোগিতা করেন নি, সহযোগিতা মূলত ছাত্রশিবিরের পক্ষ থেকেই করা হয়েছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম কোন বক্তব্য আমরা পাই নি, ইতিমধ্যে আমরা বিষয়টি নিয়ে ছাত্রদলের সাথে কথা বলে স্টিকার তুলে ফেলার নির্দেশ দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, `সাধারণ শিক্ষার্থীরা ভালো করেই জানেন এবং বিভিন্ন পত্রিকার ও বিশ্ববিদ্যালয়ের গ্রুপের মাধ্যমে অবশ্যই অবগত আছেন যে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর ব্যবস্থা কিভাবে হয়েছে? ভালো কাজের প্রতিযোগিতা থাকবে সবার মাঝে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্র শিবির স্টীকার মেরে ক্রেডিট নেওয়ার যে রাজনীতি করলো এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হাসমী স্যার যে কাজটা করলো, আমরা মনে করি প্রত্যেক সচেতন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বিব্রত।

বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, `প্রতিবারের মত এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগেই বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থাপনায় ছাত্রশিবির সহযোগিতা করেছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে বাসে আলাদাভাবে ছাত্রশিবিরের স্টিকার লাগানোর বিষয়টি আমি খেয়াল করিনি-এটি ঠিক হয়নি। কেন এমন করা হয়েছে, সে বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাস থেকে আগারগাঁও এই ০২ রুটে ০৩টি করে মোট ০৬টি বাসের ব্যবস্থা করা হয়েছিল এবং বাসগুলো গতকাল বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে ভোর সাড়ে ৪টায় গন্তব্যে যাত্রা শুরু করেছিল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়