বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের চৌহালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার : হত্যার দায় স্বীকার

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তি দিয়েছে স্বামী আরব আলী । চৌহালী উপজেলার চর জাজুরিয়া গ্রামের দানেজ আলীর পুত্র আরব আলী (৩৬) পারিবারিক কলহের জের ধরে শনিবার গভির রাতে স্ত্রী তিন সন্তানের জননী আরজিনা খাতুন (৩৪) কে গলা টিতে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে তাকে গ্রেফতার করে। প্রাথমিক অবস্থায় পুলিশের জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে প্রেরন করা হয়। চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, “আসামিকে আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।  পুলিশ সূত্রে আরো জানা যায়, আরব আলী নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করে প্রতিবেশীদের জানায় যে, তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে মৃতার গলায় জখমের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হলে স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রী হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে থানায় একটি হত্যা মামলা রুজু করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়