সরকারি রাস্তা উদ্ধারে গিয়ে লাঞ্চিত হলেন এসি ল্যান্ড


মোঃ শাকিল মিয়া,শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধারে গিয়ে ভূমি দস্যুদের হুমকি ও হামলার শিকার হয়েছেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিব-উল-আহসান।
ঘটনাটি ঘটেছে শনিবার (৪ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খামারপাড়া গ্রামের রেকর্ডভুক্ত একটি সরকারি রাস্তা জবরদখল করে রেখেছিল জাহাঙ্গীর, কনক ও তাদের পরিবারের সদস্যরা। ওই রাস্তা উদ্ধারে এসি ল্যান্ড হাসিব-উল-আহসানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অভিযুক্তরা সরকারি কাজে বাধা প্রদান করে, এসি ল্যান্ড ও তাঁর সঙ্গে থাকা কর্মকর্তাদের উপর চড়াও হয় এবং হুমকি দেয়।
এ সময় তারা জমি মাপার ফিতা ও অন্যান্য সরকারি সরঞ্জাম ছিনিয়ে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে। এতে সরকারি কাজে বিঘ্ন ঘটে এবং উপস্থিত কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় পড়েন।
ঘটনার পর এসি ল্যান্ড হাসিব-উল-আহসান বলেন, “সরকারি রাস্তা উদ্ধার করতে গেলে কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের কাজে বাধা দেয়, হুমকি ও অশালীন আচরণ করে। বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
এ ঘটনায় শ্রীবরদী উপজেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সম্পত্তি উদ্ধারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।