বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন।

নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং প্রদান, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ মোট ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে তারা ১ অক্টোবর থেকে ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, আলফাডাঙ্গা শাখার আয়োজনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

কর্মবিরতিতে সংগঠনের সভাপতি তৈয়বুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর শিকদার, প্রচার সম্পাদক মদিনা জোহরা, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

কর্মবিরতিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়েই কর্মসূচি গ্রহণ করেছেন। তারা একবাক্যে বলেন, সেবা আমাদের ধর্ম, কিন্তু অধিকার আদায় আমাদের দায়িত্ব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়