যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন ও মাথার চুল কেটে দিল স্বামী রাজু মিয়া


মোঃ শাকিল মিয়া,শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী সদর ইউনিয়নের কুড়িপাড়া বেপারীপাড়া গ্রামে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী রাজু মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৩ সেপ্টেম্বর (বুধবার)।
ভুক্তভোগী গৃহবধূ জানান, দুই বছরের দাম্পত্য জীবনে স্বামী রাজু মিয়া প্রায়ই যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে চাপ দিতেন। সম্প্রতি শ্বশুর আলাউদ্দিন ও শাশুড়ি মোছাঃ সাজে বেগমের প্ররোচনায় রাজু নতুন করে যৌতুক দাবি করেন। পরিবার থেকে চাহিদামতো যৌতুক না পেয়ে রাজু ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেন এবং নির্দয়ভাবে তার মাথার চুল কেটে দেন।
নির্যাতনের পর গৃহবধূকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হয়নি। পরে স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তার স্বজনদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গৃহবধূর পরিবার প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।