রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একনেক সভায় অনুমোদন; অনশন স্থগিত


সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রোববার (১৭ আগস্ট) একনেক সভায় অনুমোদন পাওয়ায় শিক্ষার্থীদের চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
একনেক সভায় ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রকল্পটি অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া শিক্ষার্থীদের অনশন ভাঙান। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এরপর তারা বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করেন। গত ১৬ আগস্ট থেকে তারা একনেক সভায় ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমরণ অনশন শুরু করেন।
একনেকে প্রকল্প অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় শিক্ষার্থী মেরাজ, জাকারিয়া, রায়হান, সাদমান, মাইশাসহ অনেকে বলেন, “বর্তমান সরকার আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেকে অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি, সরকার খুব দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করবে।”
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।