শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জাতীয় দলের হয়ে খেলবে প্রথম ম্রো বান্দরবানের- প্রেনচ্যুং

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: প্রথমবারের মতো জাতীয় ফুটসাল দল গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৪ সদস্যের এই দলের ৩ নম্বরে জায়গা করেছেন বান্দরবানের প্রেনচ্যুং ম্রো। এর মাধ্যমে তিনি ম্রো নৃগোষ্ঠীর প্রথম সদস্য হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ প্রথমবারের মতো ফুটসালে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে। দুই দিনের ট্রায়ালে প্রায় ৬০০ খেলোয়াড়ের মধ্যে প্রেনচ্যুং প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন।

বান্দরবানের লামারপাড়া জন্মের প্রেনচ্যুং ছোটবেলা থেকেই ফুটবলে দক্ষ ছিলেন। ২০০৯ সালে মায়ের স্ট্রোকের পর পরিবারের দায়িত্ব নিতে হয়, ফলে খেলাধুলা ছেড়ে পড়াশোনায় মন দেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় ও ক্লাব লিগে অভিজ্ঞতা অর্জন করেন।

২০২২ সালে গিনেস রেকর্ডধারী হয়েছেন—মিনিটে ২০৮ বার ফুটবল শূন্যে ভাসিয়ে রাখার কৃতিত্ব অর্জন করেন। অপারেশন ও পুনর্বাসনের পর আবার মাঠে ফিরেছেন। ১১ আগস্ট থেকে জাতীয় ফুটসাল দলের ক্যাম্পে অংশ নিচ্ছেন এবং চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত করতে চাইছেন। তার মূল লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়