ঋণ নবায়ন না করায় মামলা, চাটমোহরে ব্যাংক ভাঙচুর ও ব্যবস্থাপককে মারধর করলো যুবদল নেতা


চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ঋণ নবায়ন না করায় মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় ভাঙচুর ও শাখা ব্যবস্থাপককে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতা ও ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে লোকমান হোসেন ৩ লাখ টাকার সিসি ঋণ নেন। দুই বছর ধরে ঋণ নবায়ন না করায় গত ২৫ মে অর্থঋণ আদালতে মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ১৫-২০ জন সহযোগী নিয়ে ব্যাংকে হামলা করেন।ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন জানান, হামলায় ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর এবং ম্যানেজারসহ কর্মচারীদের মারধর করা হয়।
চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, লোকমান দোষী হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।