রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেরোবির দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’, বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

সংবাদের আলো ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন হলের দেয়ালে জয়বাংলা, শেখ হাসিনা ফিরবেসহ বিভিন্ন ধরনের দেয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামন থেকে মিছিল বের করা হয়। পরে শহীদ মুখতার এলাহী হলের প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা।

এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীর রাতে ক্যাম্পাসের দেয়াল লিখন লিখেছে ছাত্রলীগ। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।

অভিযোগ করা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে গেলেও প্রশাসন কিছুই করতে পারবে না। ক্যাম্পাসের সব সিসি ক্যামেরা সকালের মধ্যে চালুর দাবি জানান ছাত্ররা। পাশাপাশি ফ্যাসিবাদের পক্ষে যারা লিখেছে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়