দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস।
রোববার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন তারা। এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ৫টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর রাইডার্সও। এছাড়াও এই টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।
গায়ানাতে ১০ জুলাই শুরু হবে এবারের আসর। ফাইনাল হবে ১৮ জুলাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের দুবাই ও সেন্ট্রাল স্ট্যাগ। ১৬ জুলাই রংপুরের সঙ্গে দেখা হয়ে যাবে সাকিবের। সেদিন রংপুরের মুখোমুখি হবে দুবাই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।