রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইবি’র হল খুলেছে আজ, ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু ২১ জুন থেকে

ইবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা’র ছুটি শেষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব আবাসিক হল আজ (১৫ জুন) সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে। এছাড়া শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে, গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১২ দিন বন্ধ শেষে ১৫ জুন তা খোলার সিদ্ধান্ত হয়। এছাড়া ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও সব অফিস বন্ধ ঘোষণা করা হয়।

ঈদ ও গ্রীষ্মকালীন এবং আগামী ২১ জুন থেকে সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস-পরীক্ষা ও সব অফিস কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘হল খুলে দেয়ার বিষয়ে প্রস্তুতি সম্পন্ন।

শিক্ষার্থীরা এসে তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়