বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত, আহত ১৫

সংবাদের আলো ডেস্ক: মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

রবিবার (০৩ মার্চ) ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম বাজিতপুরের আজিজুল সরদাররের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, টেকেরহাট থেকে একটি যাত্রীবাহী বাস মাদারীপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় এক নারী। এ সময় আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের ভতি করা হয় জেলা সদর হাসপাতালে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হলে হাইওয়ে পুলিশ ৩০ মিনিট পর স্বাভাবিক করে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাস ট্রাক সংঘর্ষ একজন নারী ঘটনাস্থলেই নিহত হন। রাস্তা কিছু সময় বন্ধ থাকার পরে যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়