গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ১


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ফখরুল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার ( ২ জুন) পরিচালিত এ অভিযানে অভিযুক্তের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও মোটা অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, ফখরুল গাজী দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ফখরুল গাজীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।