শেরপুরের নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: নাগরিক সমাজ ও সংবাদকর্মীদের সঙ্গে শেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়। ডব্লিউবিবিট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এসময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ রায়হান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও তেমন বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও তামাকের কুফল তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এসময় প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি বিপ্লব দে কেটু, যয়তুন চ্যারিটি বিডির পোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফসহ স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডব্লিউবিবিট্রাস্টের গবেষণায় দেখা গেছে, দেশের আটটি বিভাগের ২০ টি জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কম।
এসব জেলার মধ্যে শেরপুর জেলায় আইন বাস্তবায়ন সর্বনিম্নে রয়েছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্টেশন, হোটেল, মোটেল, লাইব্রেরী ইত্যাদি পাবলিক প্লেসে নো স্মোকিং সাইনবোর্ড খুবই অপ্রতুল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।