বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত এনায়েতপুর

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপি সহ গোটা এলাকাবাসী। মঙ্গলবার সকালে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে  এনায়েতপুরের সরলপ্রাণ মানুষ গুলো শোকার্তু হয়ে পড়ে। বিশেষ করে বেগম খালেদা জিয়া উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল  হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (র:) দরবার শরীফে মাজার জিয়ারত সহ এনায়েতপুর মন্ডল পাড়া কোলঘাট এলাকা পরিদর্শন করেন।

এছাড়া আলোচিত মুলিবাড়িতে বিএনপির সমাবেশে ট্রেনে কাটা পড়ে নিহত ঠান্ডুর পরিবারকে নেত্রীর নিজ হাতে সহায়তার স্মৃতিচারণ করেন দলের শীর্ষ নেতারা। এদিকে কেজিমোড়স্থ দলীয় কার্যালয়ে সকাল হতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ করে দোয়া মাহফিল করা হয় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলামের সভাপতিত্ব ও থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল সভার সঞ্চালনা করেন।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা রওশন আলী মন্টু সরকার, আব্দুস সালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার ও যুগ্নআহ্বায়ক আব্দুল খালেক শেখ, পল্লিচিকিৎসক সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম মিঠু, লিয়াকত হোসেন লাবু, সদস্য এমএ কাশেম, মুক্তার হাসান, আইয়ুব আলী মেম্বার, জাকির হোসেন, হারান আলী সরকার, সদিয়াচাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম লেবু মীর, স্হল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব  এমদাদুল হক,

জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রশিদ, থানা কৃষকদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, থানা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদ আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী জয়, থানা ছাত্রদলের যুগ্নআহ্বায়ক হাসমত আলী হাসু ও আবু তালেব উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়