প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান তাসনিম জারার
সংবাদের আলো ডেস্ক: রাজনীতিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী দুজনের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, তবে সেটি নেই। তাই প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে প্রার্থী হওয়ার শর্ত পূরণে খিলগাঁওয়ে গণস্বাক্ষর সংগ্রহ চলাকালে তিনি এ আহ্বান জানান। নতুন ধারার রাজনীতির জন্য কাজ করে যাবেন বলে জানান তিনি।
তিনি বলেন, অন্য কোন দলে নয়; স্বতন্ত্র হয়েই লড়বেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সতন্ত্র হয়ে রাজনীতি করলে রাজনীতি শেষ হয়ে যাবে সেটা মনে করেন না ডা. তাসনিম জারা।
এসময় নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে আশা করেন, স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী সবার জন্য নিরাপদভাবে সুষ্ঠু নির্বাচন হবে। এসময়, সতন্ত্র প্রার্থীদের যে ১ শতাংশ সমর্থন প্রয়োজন সেটি নিয়েও সমালোচনা করেন ডা. তাসনিম জারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।