পর্যটকবান্ধব জেলা হিসেবে বান্দরবানের সর্বক্ষেত্রে উন্নয়ন করা হবে : জেলা প্রশাসক
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: পর্যটকবান্ধব জেলা হিসেবে বান্দরবানের সর্বক্ষেত্রে উন্নয়ন করা হবে। বান্দরবানে ভ্রমন করে পর্যটকরা যাতে আরো বেশি স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি হোটেল-মোটেল, যানবাহন এবং সব সেক্টরের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এমনটাই মন্তব্য করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় জেলা প্রশাসক বলেন, পর্যটকরা আমাদের অতিথি আর তাদের সাদরে গ্রহণ করার পাশাপাশি দূর্গম পার্বত্য জেলার অপরুপ সৌন্দর্য্য তাদের অবলোকন করার সুযোগ সৃষ্টি করতে হবে। পর্যটকরা হয়রানি আর আর্থিকভাবে যেন ক্ষতিগ্রস্থ হয় এমন কোন কর্মকান্ড করা যাবে না। পর্যটকদের ভ্রমনকে প্রাধান্য দিয়ে আমাদের পর্যটন ব্যবসা পরিচালনা করতে হবে সবাইকে। এসময় জেলা প্রশাসক পাহাড়ী সড়কে দ্রুত গতিতে মোটর সাইকেল ও গাড়ী না চালানোর জন্য চালকদের আহবান জানান এবং নিবন্ধিত গাইড ছাড়া বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমন না করতে অনুরোধ জানান।
এসময় জেলা প্রশাসক রুমা উপজেলার কেওক্রাডং পর্বতে বান্দরবান থেকে যাতায়াতের জন্য যানবাহনের ভাড়া আরো কমানোর জন্য বান্দরবান মাইক্রোবাস জীপ পিকআপ মালিক সমবায় সমিতির প্রতি আহবান জানান এবং পর্যটকদের কথা বিবেচনা করে ভাড়া কিছুটা কমানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক পর্যটকদের প্রশাসনের অনুমতি ও গাইড ছাড়া গহীন পাহাড়ে ভ্রমনে নিরুৎসাহিত করেন এবং সকল পর্যটককে বান্দরবান ভ্রমনের সময় অবশ্যই প্রশাসনের নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।
এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, বিআরটিএর মোটরযান পরিদর্শক অরুন সরকার, টুরিস্ট পুলিশ বান্দরবান জোন এর ইনচার্জ মো.মাহাবুব আলম, বান্দরবান মাইক্রোবাস জীপ পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো:নাছিরুল আলম,সম্পাদক নেজাম উদ্দীনসহ বান্দরবানের বিভিন্ন পর্যটকবাহী যানবাহন সমিতির নেতৃবৃন্দ এবং পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।