বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি বিএনপির

সংবাদের আলো ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ দাবি জানান।

তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এ সময় ইসির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমিশনকে শক্ত অবস্থানে থাকতে হবে। যতটুক লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হলে রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, নিয়মনীতি মেনে নির্বাচন করা রাজনৈতিক দলের প্রার্থীদের করণীয়। আচরণবিধির প্রতিপালন করতেই হবে। এ নিয়ে দ্বিমত নেই। তফসিলের বাইরে যাওয়ার সুযোগ দেখছি না। তবে অঙ্গীকারনামা যতই নেয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয়। এ সময় বিএনপির দেয়া সবগুলো পরামর্শের প্রতিফলন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়