বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিজয় দিবসে কোনো রকম অস্থিরতার সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয়নি তেমনি বিজয় দিবসেও অস্থিরতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস আয়োজন করে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা নিশ্চিত করে। এবারও সবাই ভালোভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। এবারও কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। শুধু গতবারও প্যারেড হয়নি, এবারও হবে না।

ভোরের কাগজের অনলাইন সম্পাদককে মধ্যরাতে ডিবি পুলিশ তুলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টা আমি এখনই শুনলাম। অনুসন্ধানের পরই বিস্তারিত বলা যাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়