মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল শিক্ষক বাবাকে মেরে জখম, থানায় মামলা


রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : এসএসসি পরিক্ষা শেষে মেয়ে (১৬)কে নিয়ে বাড়ি ফিরছিলেন পথে বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বাবা। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। গতকাল মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ওইদিন সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা এলাকায় এ ঘটনা।
ভুক্তোভোগীদের বাড়ি বাকলজোড়া ইউনিয়নের কেট্টা গ্রামে। মেয়ে চলতি বছর এন ভাউরতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী,বাবা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযুক্তের নাম মোস্তাকিন (১৭)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পার্শ্ববর্তী নগুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মামলায় মোস্তাকিনসহ তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।
বাবার অভিযোগ, তাঁর মেয়েকে দীর্ঘ এক ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে মোস্তাকিন। ঘটনার দিন মেয়ের পরিক্ষা ছিল গুজিরকোনা কেন্দ্রে। পরিক্ষা শেষে সকাল সাড়ে ১১টার দিকে মেয়েকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরছিলেন তিনি। পথে মোস্তাকিন আরো ২-৩ জনকে সঙ্গে নিয়ে অশ্লীল ভাষা উচ্চারন করে মেয়েকে উত্যক্ত করতে থাকলে তিনি প্রতিবাদ করেন এসময় তারা রাস্তার পাশে থাকা ইট নিয়ে নাকে ও কপালে আঘাত করে জখম করে। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নেন। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বিচারের দাবি করেছে ভুক্তোভোগিরা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু অভিযুক্ত ওই ছেলে পলাতক। তাকে গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত আছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।